গগনে তে ঘন কালো মেঘের মেলা
বহিছে ঠাণ্ডা হাওয়া,
আকাশ জুড়ে মেঘের গর্জন
তারি সাথে বারি বর্ষণ ।


ফুলদী নদীর কূলে
বট তলার খেয়া ঘাটে,
নদী পারাপারের নৌকাটি বাঁধা
ছোট্ট একটি গাছে।


ঝরঝর বৃষ্টির
বাধ ভাঙা উল্লাসে,
মন মাধুরী নাচছে মোর
হিয়া কোণে।


খেয়া ঘাটের ধারে দাঁড়িয়ে
দেখছি নদীর ভরা যৌবনকে,
খেয়া ঘাটে নাইতো কোন মাঝি
চলে গেছে বাড়ি।


ঐ যে অদূরে আমার গ্রাম
নদীর ওপারের চরে,
বাদল নেমেছে মুষলধারে
মোর গাঁ গেছে ঢেকে।


এই বৃষ্টি ঝরা সাঝ সকালে
গাঁয়ের মেঠোপথে,
দু-একজন লোক দাঁড়িয়ে আছে
কাজের প্রয়োজনে।


মুষল ধারে বৃষ্টি ঝরিছে
পথ ঘাট ভরে গেছে জলে,
ভেজা সরস মাটি
তারি সাথে সবুজ ঘাসের হাসি।


চাষীরা আনন্দের সহিত ক্ষেত চষে
বৃষ্টিতে ভিজে ঐ চরে,
পুবের আকাশে রংধনু হেসেছে
চাষীরা ফিরছে ঘরে।