তরুতলে বসে আছি একা একা
গোধূলি বেলা।
পশ্চিম গগনে ডুবন্ত সবিতা
তার যে এক চাহনি,
অপরুপ লাগে।
রক্তাক্ত গগন দেখিলে
মনের কোণে,
হতাশার ছাপ আঁকে।
সারাদিনের ক্লান্তিকর পরিবেশ থেকে
ঘরে ফিরে,
সকল পক্ষীকূল দলে দলে।
রাত বৃদ্ধির সাথে সাথে
প্রাণে চঞ্চলতা ফিরে আসে,
প্রশান্তি হয়
ক্লান্ত দেহে ও মনে।
দেহের অন্তরালের ভালোবাসা জেগে ওঠে
প্রিয়তমা যখন পাশে থাকে।
গোধূলি বেলা
সারাদিনের কর্ম ব্যস্ততার তরঙ্গ,
বন্ধ হয়ে যায়।
বয়ে যায় প্রাণের অন্তরালে
প্রশান্তির ছোঁয়া,
প্রাণে আসে সজীবতা।