হে অপরূপা ধরণী মোদের করেছ দান
অপরূপ সব সৌন্দর্যের খনি।
তোমার সুভ্র সুভাষে
নেচে উঠে মন পাখি দেহের সর্বাঙ্গে।
তুমি যে দিয়েছো ঠাই
তোমারই অন্তর মাঝে অনন্তকাল,
এতে তোমার যে কোন স্বার্থকতা নাই।
হে ধরণী প্রায়ই দেখাও
তোমার নিলাখেলা,
তারপরও তুমি এক অনন্য মহীয়সী।


হে অপরূপা ধরণী তুমি এক রহস্যময়ী
তুমি এক অনবদ্য বিধ্বস্তকারী,
তাইতো মাঝে মাঝে তোমাকে নিয়ে বিদ্রূপ করি।
তোমার চরণে বিচরণ করে
সমগ্র প্রাণীকূল,  
তব তুমি নাহি হয় কখনো বিচলিত এতে।
হে ধরণী তুমি যে মাতৃরূপে
এক মা জননী,
নিয়েছো যে মোদের আপন করে তোমারও বুকে।