কত শত সুখের স্বপ্ন হবে দুঃস্বপ্ন
এ ধরণীতে,
যৌবন শেষে বার্ধক‍্যে যখন আসিবে।
সব কিছু ক্ষয় হয়ে যাবে একদিন
ভরা যৌবন শেষে।
তখন কি করিবো?
বসে বসে ভাববে শুধু নিরালা
আহ!কত কি করেছি,
যৌবন কালে স্রোতের টানে টানে।
বার্ধক‍্যের ভারে নুয‍্য হয়ে পড়বো
যৌবন শেষে।
যৌবনের কথা মনে পড়িলে
আঁখি থেকে বারি ঝরিয়া পড়বে।
ফিরে যেতে চাইবে মন
হারিয়ে যাওয়া সেই যৌবন কালে।
চাইলেও পারবো না ফিরে যেতে
হারিয়ে যাওয়া সেই যৌবন কালে,
সব আশা হবে নিস্ফল।
এতো বিধির বিধান
যাবে না তা পরিবর্তন করা কোনদিনও তবে।