কেন তুমি করো যে এতো মিথ‍্যার বড়াই?
যৌবনের তাপে শক্তির দাপটে তাচ্ছিল্য কর সবাইকে।
তোমার ক্ষমতার উত্তাপে হেয়প্রতিপন্ন হয় গুরুজনে
উত্তাপের বেড়ায় আবদ্ধ করো আত্মীয়স্বজনকে।


কেন তুমি করো যে এতো শক্তির লড়াই?
এই শক্তির বলে জর্জরিত করো প্রতিটি মানুষকে।
তোমার পাপ মন ও অর্থের লোভে প্রতিনিয়ত
ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে সম্পর্ক শান্তিপূর্ণ এই সমাজে।


কতদিন করিবে তুমি শক্তির লড়াই?
সব কিছুর ক্ষয় হবে যখন তোমার জীবন চলে যাবে।
কতদিন করিবে তুমি যৌবনের বড়াই?
থাকবে না তোমার কিছুই যখন যৌবন ফুরিয়ে যাবে।


যদি তুমি করো গুণগত কর্ম পূণ্য হবে তাতে
শান্তি পাবে তুমি এই ধরাতলে ও পরবর্তী পরকালে।
সদা লোকে স্বরণ করিবে সদা সর্ব কালে
তোমার গুণগত কর্ম থাকিবে লোকের মুখে মুখে।