কে তুমি?
আঁড়-চোখে দেখো মোরে।
তা কেন?
তোমার কালো হরিণী চোখের দৃষ্টির
মায়ার বাঁধন ছিন্ন করে,  
পারবো না যেতে আমি।
তা কি বুঝ?
আমি যে তোমার প্রেমে পড়েছি।
কে তুমি?
এক ফুটন্ত লাল গোলাপ
তোমার সর্বাঙ্গে রূপের কাঁটা,
ধরিতে মন করে উতলা।
কিন্তু কেন?
কে তুমি ?
প্রতিদিন তোমাকে এক নজর দেখবো বলে
তীর্থের কাকের মতো বসে থাকি,
হিজল গাছের তলে।
কেন তুমি?
অবহেলা করো মোরে।
নাহি যদি ভালোবাসো মোরে
কেন তুমি?
বারবার ফিরে আসো মোর কাছে
কাজের ছলে।
কেন ?
এমনটি করো জানতে চাই।
কি হয়েছে তোমার?
প্রায়ই তুমি মোরে দেখিয়া
জাগিয়া তোল হাসি,
অন‍্যথা করো মোর বঞ্চনা।
কিন্তু কেন?
কে তুমি?
কেন করছো মোর সাথে প্রবঞ্চনা?
উত্তর চাই আমি
কে তুমি? কে তুমি? কে তুমি?