আমার ক্ষমা প্রার্থনা তোমার কাছে
পাপগুলো মুছার জন‍্যে।
তুমি অন্তর্যামী,
এই নগন্ন বান্দারে,
ক্ষমা করে দাও ওগো তুমি।


সঙ্গে যাবে না আমার কোন কিছু
যাবে শুধুই কর্মফল।
এই পাপের বোঝা মাথায় করে
কেমনে যাব কবরে?
ক্ষমা করো এই নগন্ন বান্দারে।


ভুলে ভুলে কেটে গেছে কতো কাল
এ জীবন থেকে।
তোমায় তো ডাকিনি প্রভু,
কি নিয়ে কাটাবো পরকাল?
ক্ষমা করে দাও তুমি হে মেহেরবান।


চলার পথে যদি একটি করি পূণ্য
এই ক্ষুদ্র জীবনে।
তার উছিলায়,
ওগো ক্ষমা করো আমায়,
তুমি সকল কিছুর ঊর্ধ্বে বড়ই দয়াবান।


করেছি নিজেকে সমর্পণ তোমার কাছে
ওগো রাহিমুন,ক্ষমা করো এই নগন্ন বান্দারে।