আজও আমি চিরচেনা এই পথের মাঝে
হাঁটছি কেবল একা,
তোমাকে এক নজর দেখব বলে।
নিশীথ রাতে গগনের চন্দ্রের দিকে তাঁকিয়ে
ভাবছি শুধু তোমাকে নিয়ে।
কত যে হেঁটেছি আমি তোমার পিছু পিছু
তোমার সাথে কথা বলব বলে।


সন্ধ্যার পর যখন পান্ডুলিপি খুলে পড়তে বসি
তখন তোমায় মনে পড়ে।
রাতের আধারে
জানালা দিয়ে বাহিরে তাঁকিয়ে দেখি,
জোনাকিরা ঝলমল করছে দলে দলে বাঁশবাগানে,
তখনও তো তোমায় মনে পড়ে।
তোমাকে ভালোবাসার জন্যে পুড়ছে হৃদয়
যার দহন ক্রিয়া করছে জ্বালাত্বন।


তোমাকে খুঁজত খুঁজতে ক্লান্ত আমার দেহ খানি
তবুও দেখার আশা ছাড়িনি আমি।
এই ক্লান্ত দেহের অন্তরালে বয়ে যায়
সমুদ্রের সফেন,
যার অজস্র আঘাতেও আঘাতে ছিন্ন দেহখানি
তারপরও তোমাকে ভুলতে পারিনি।
সমস্ত দিন শেষে গভীর রাত্রির অন্তরালে
শুধু তোমাকে মনে পড়ে।


এখনো যে খুঁজি তোমায় চিরচেনা ঐ পথের মাঝে
তবুও তো পাইনা তোমার দেখা তবে।
একবার বলে যাও আমায়,
কোথায় আছো তুমি লুকিয়ে?