শিমুল গাছের মগ ডালে নিরালা বসে
কোকিল ডাকে সু-মধুর কণ্ঠে প্রকৃতির বুকে।
তারি মাঝে বসন্তের শোভাযাত্রা শুভাসিত করে
সৃজনশীলতা আনে সর্বত্র ধরণীর বুকে।


ধরণীকে নব রঙিন করে সাজিয়ে তোলে
অফুরন্ত ভালোবাসার পরশে ও মিলনে।
আম্র গাছের মুকুল গুলো আজ করছে খেলা
তারি মাঝে প্রকৃতি আজ বড়ই উতলা।


ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে সমগ্র ধরণী
আমতলীর আম্র বৃক্ষের শোভা আজ বেড়েছে।
রুপে গুনে হয়েছে আজ ঠাসা ধরণী
সাজে সজ্জায়িত করে তুলেছে মায়াবী প্রকৃতি।