নারী,তুমি রজনী গন্ধার শুভ্র শুভাস
তুমি গোলাপ ফুলের কলি।
নরী,তুমি প্রেমপত্রের কাব‍্য রচনা
তুমি এক মিষ্টি প্রেমের কবিতা।
নারী,তুমি প্রকৃতির সবুজ ছায়া
তুমি যে শিল্পীর ছবি আঁকার প্রেরণা।
নারী,তুমি অজস্র পুরুষের কামনা-বাসনা
তুমি পুজোর মন্ডপের পূজারীর প্রতিমা।
নারী,তুমি আছো দিবা-নিশি হৃদয়ের মন্দিরে
তুমি করো নব শান্তির সূচনা।
নরী,তুমি হৃদয়ের আকাশে এক সুখের তারা
স্নিগ্ধতার আলো ঢেলে দাও হৃদয়ের গহিনে।
নারী,তুমি অসম সাহসের শক্তির প্রেরণা
তুমি নিযুত-কোটি পুরুষের শোভিত পুষ্প মালা।
নারী,তুমি প্রকৃতির অনন্যা
তোমার সৃজনশীলতায় সজ্জিত পাহাড়ী ঝর্না।
নারী,তুমি সমুদ্রের সুইচ্চ ঢেউ
তুমি বয়ে গেছো এ ভুবনে অন্তহীন পথে।
নারী,তুমি বাংলার স্বাধীনতার প্রেরণা
তুমি প্রতিটি নরের নব জীবনের সূচনা।
নারী,তুমি রাতের আকাশের ধ্রুব তারা
তুমি কোটি কোটি নক্ষত্রের মাঝে
জ্বালাও সুখের আলো।
নারী,তুমি বুকের ভিতরের শান্তির প্রেরণা
তুমি গ্রাম বাংলার নকশী কাঁথার মাঠ
তুমি সৃষ্টির এক মহা ইতিহাস।
নারী,তুমি সদ্য ফোঁটা এক ফুটন্ত গোলাপ
তোমার সৌরভে সুবাসিত সমগ্র পুরুষজাতী।
নারী,তোমার হাসিতে মুক্তা ঝরে
তোমার কান্নার জলে
মেঘেরাও থমকে দাঁড়ায়।
নারী,তুমি যে এক পরশ পাথর
তোমার ছোয়ায় সজ্জিত এ ধরণী তল।
নারী,তোমার অসীম ভালোবাসায়
পথরেও ফুল ফুটে যায়।
নারী,তুমি যে আমার মা জননী
তুমি হৃদয়ের একটি মহা মূল‍্যবান হীরা।
নারী,তুমি ছিলে মানব সৃষ্টির লগ্নে
তুমিই থাকবে নতুন সংযোজনে।