আজ এক কলো শক্তির আঘাতে আঘাতে
ছিন্নভিন্ন করে দিয়েছে সবাইকে।
পারবো কি বের হতে ?
এই কালো শক্তির থাবা থেকে।
ছিলো সবাই এক সাথে একই ছাদের তলে
শান্তি ছিলো সবার মাঝে,
ব‍েদাবেদ ছিলো না কোন কালে।
দিন দিন আলাদা হয়ে যাচ্ছে সবাই
একে অপরের সাথে রোষানলে পড়ে পড়ে।


আজ আছি মোরা এক অন্ধকার আস্তরণে
পারবো কি বের হতে?
এই অন্ধকার আস্তরণ থেকে।
পথ হারা আত্মহারা পথিক মোরা
পাইনা যে পথের দেখা।
পথ পাব যেদিন,ভাঙ্গব সেদিন
লোহার খঞ্জর খানা।
মুক্ত হব সেদিন
জাগবে সেদিন মোদের পাখা খানা।
দাঁত ভাঙা জবাব দিব সেই দিন
ঐ কালো শক্তির বিরুদ্ধে।
যথাযথ সন্মান দিব সকল কালে
আমার দেশের প্রতিটি স্তরের প্রতিটি মানুষকে।