জীর্ণতার অন্ধকারকে ঘুচিয়ে,শীতের শুষ্কতা কাটিয়ে
প্রকৃতির নৃত্যের ছন্দে আগমন ঋতুরাজ বসন্তের।
কোকিলের সু-মধুর কুহুতানে,আমের মুকুলের গন্ধে
অফুরন্ত প্রাণচঞ্চলা ছড়িয়ে পরে প্রকৃতিরও মাঝে।


পাখি,ভ্রমর ও মৌমাছি দলে দলে ঘুরছে মধু আহরণে
তাদেরই ছোঁয়াতে এ ধরায় নতুনত্বের আগমন ঘটে।
দখিনা বাতাসের মৃদু চরণধ্বনি শুনে শুনে
উত্তরের হিমেল হাওয়ার বিদায়ের ঘন্টা বাজতে থাকে।