শিমুলের ছোট্ট গ্রাম পদ্মা নদীর কূল ঘেঁষে
থাকে সেথা সকলে মিলেমিশে।
বাঁশ বনে ঘেরা গ্রাম আছে ছোট ছোট ঘর
শরতের কাঁশফুলে স্বর্গের ছোঁয়া লেগেছে।


চলার পথে শিমুল গান গায় মনের সুখে
সকলের বিপদে সব সময় থাকে সে পাশে।


শ‍্যাম বর্ণের ছেলেটার বয়স সবে বারো
রং তুলিতে ছবি এঁকেছি মোর মনের কোণে।
কতো কাল চলে গেল দেখি না ছেলেটাকে
শুনেছি,গ্রামটি পদ্মার ভাঙনে হারিয়ে গেছে।