শ্রাবণের দিনে ঐ আকাশে বাদল ছুটে দলে দলে
মাঝে মাঝে অঝোরে ঝরঝর বৃষ্টি পড়ে।
ক্ষণিকে ক্ষণিকে রবি চলে যায় ঘন মেঘের আড়ালে
মাঝে মাঝে উকি মারে কালো মেঘের আড়াল থেকে।


বাড়ির দক্ষিণা ঘরের কোণে কদম গাছে ফুলগুলো
প্রকৃতির সাথে মিশে গিয়ে শোভা বাড়িয়েছে।
এই মেঠো পথের পাশে অবহেলায় ঝোপের মাঝে
অযত্নে অপূর্ব কেয়া ফুলগুলো ফুটেছে।


জেলেরা মাছ ধরিতেছে ছোট্ট ডিঙি নৌকায় করে
পদ্মা নদীর ঐ যে উজান বাঁকে,
ভাটিয়ালি গান যাচ্ছে শুনা তাঁদের কণ্ঠে।
গোধূলি বেলা নদীর ঘাটে জল নিতে এসেছে,
গাঁয়ের বধুরা কলস কাহে করে দলে দলে।


সন্ধ্যার পরে নিঃসঙ্গতা অনুভবে একা বসে আছি
প্রশস্ততম মাঠের পাশে পদ্মা নদীর কূলে।
এই মনোমুগ্ধকর পরিবেশে আমার হৃদয়ে,
প্রিয়তমা, তোমার জন‍্যে ভালোবাসা জেগেছে।