আজ এই নিঃস্তব্ধ গভীর রাত্রিতে
একা একা শয়নে,
জাগ্রত মনে,
ভাবছি তোমাকে নিয়ে।
হুতোম প‍্যাঁচা ডাকছে অনবরত
গাছেরও ডালে,
বিষন্নতার চাপা কষ্ট জেগেছে হৃদয়ে।


আচ্ছা,তোমায় কি মনে আছে?
ঐ ডালিম গাছটির কথা।
যেথায় বসে
তুমি ও আমি দু'জনে,
কতো যে গল্প করেছি একসাথে।


ওগো,মনে কি পড়ে তোমায়?
ঐ শিমুল গাছটির কথা।
যার গায়ে
খোদাই করে লিখেছি,
তোমার ও আমার নাম খানা।


আজ তুমি নেই আমার কাছে
আছে শুধু স্মৃতি।
ডালিম গাছটি আছে  
আছে শিমুল গাছটির গায়ে লেখাটি,
শুধু নেই তুমি।
কষ্টের সাথে
এই আমি বেঁচে  আছি,
শুধুই তোমার স্মৃতি বুকে ধারণ করে।