হে প্রিয়তমা
তোমায় কি মনে পড়ে ?
ঐ দিনটির কথা,
যখন তোমার চুলের খোঁপায়
পড়িয়ে দিয়েছি,
বেলী ফুলের মালা।
সুখ-দুঃখের প্রেমগাঁথা কাব‍্য
রচনা করেছি,
দুজনেরই অন্তরে।
ওগো প্রিয়া
আজও কি তোমায় মনে পড়ে ?
ঐ পড়ন্ত বিকেলের কথা,
কতো যে হেঁটেছি
দু'জনে মিলে,
এই পদ্মা নদীর কূলে।


হে প্রিয়তমা
তোমায় কি মনে পড়ে?
শরতের,
ঐ দিনটির কথা।
পূবের বাতাসে কাশফুলগুলো
করেছিলো খেলা।
ওগো,মনে কি পড়ে?
পথের দু'পাশে কাশফুলগুলো
বাতাসে উড়ছে।
অদূরে নদীর মাঝে
জেলের নৌকা ভাসছে।
তুমি ও আমি দু'জনে এ ভুবনে
হারিয়ে যে গেছি,
প্রেম সাগরের প্রেমের স্রোতে,
তোমায় কি মনে পড়ে?