তুমি যদি অন্তরগমন কর মোর শূন‍্য হৃদয়ে
আঁখিজলে ভিজে যাবে তোমার নয়ন জোড়া তবে।
তুমি যদি অন্তর্নিহিত কর মোর হৃদয়কে
দেখিবে এক দুঃখের সাগর সেথায় সুখ নাহি আছে।


যদি তুমি নাহি কর করুণা মোরে ঘুচিবে আঁখিজল
তুমি যদি কর মার্জনা মোরে তাহাতে পাবো তব বল।
পাশে যদি থাকো তুমি শক্ত করিয়া ধরে হাত
লাজের বালাই দূর হবে থাকিবে না কোন সংসয়।


মোর হৃদয়ের মরুভূমিতে যদি কর তুমি বিচরণ
জোয়ারের প্লাবনচন্দ্রের আল্লাদে পরিপূর্ণ হবে মন।
তুমি মোরে তোমার হৃদয়ে যদি অন্তর্ভুক্তি করে রাখ
দুঃখের স্বপ্ন ঘুচিবে সুখে থাকিব বাকি জীবনকাল।