বেদনার্থ হৃদয়ে কৃষ্ণপক্ষ রাত্রে আজও বসে থাকি
একাকীত্বের সঙ্গী হয় রাতের আকাশ।
কখনো শুক্লপক্ষ রাতেও একা বসে থাকি তরুতলে
তারা গুলো মৃদু হাসে সঙ্গী হয় পথের বাতাস ।


কত রাত কেটে যায় নির্ঘুম লক্ষী প‍্যাঁচার মত
কত দিবা কেটে যায় ভাসমান কালো মেঘ হয়ে।
তোমাকে কাছে না পাওয়ার ব‍্যথা হৃদয়ে বাজে
তোমার কথা ভাবলেই চোখের জলে বৃষ্টি নামে।


মোর হৃদয়ে আছে তিক্ত বেদনার আগ্নেয়গিরি
যা তিলে তিলে জ্বলে যেথায় আছো তুমি।
মোর হৃদয়-অঞ্জলিতে তোমায় রেখেছি যতন করে
মোর প্রেমগাঁথা কাব‍্য রচনায় চিরদিন থাকিবে তুমি।


তুমি যদি আসো ফিরে মোর কাছে
বেলী ফুলে মালা দিয়ে বরণ করে নেব তোমাকে।