সারাদিন কর্ম করে ফিরছি বাড়ি গ্রামের মেঠো পথটি ধরে
পাখিগুলো দলে দলে ফিরছে নীড়ে এই গোধূলি লগ্নে।
ফুলদী নদীর পাশে মোদের গ্রাম যেখায় মোর সুখ আছে
নদীর জলে থাকা কচুরী ফুলগুলো মনের আনন্দে ভাসছে।


পাশের বাড়ির করিম চাচা ফিরছে বাড়ি লাঙ্গল কাঁধে করে
ফুলদী নদীর কূলে বালকের দল করছে খেলা এখনো বসে।


সন্ধ্যার আজানের মধুর সূরে ডাকছে মোদের প্রার্থনার জন‍্যে
কার্তিকের বাড়ির শঙ্খধ্বনিতে মুখরিত চারিদিক তবে।
সুখে-দুঃখে সবাই সবার পাশে থাকি নেই কোন ভেদাভেদ
মায়ের মতো যে সকলেই ভালোবাসি মোদের প্রিয় গ্রামকে।