একটুকরা কাগজ নিয়ে খুব যতনে
নিপুন ভাঁজে ভাঁজে গড়লে নৌকাখানি
তারপর ভাসিয়ে দিলে জলের বুকে
এ এক অদ্ভুত খেলা তোমার


ভাবছ আমিও বুঝি সেই কাগজের নৌকা
তাই আমাকে নিয়েও কর খেলা
যখন খুশি ভাসাও ডোবাও ইচ্ছেমত