ভেবেছিলাম প্রেম চিরস্থায়ী-


তুমি আমার ঈশান, আমার নৈঋত,
আমার অগ্নি, আমার বাতাস-
আমার পূবের আরূষ, দখিনা মৌসম,
উত্তরের হিমরাজ আর পশ্চিমি উচ্ছাস ।
সেই তুমি, মুহূর্তে শেষ- হৃদয় স্তব্ধ !
ছেড়ে যাওয়া এত সহজ কি প্রেমে?


আমি মিথ্যে-
হ্যাঁ, আমার ভাবনা ছিল মিথ্যে।


ভেবেছিলাম নাড়ীর টান অভূতপূর্ব-


তোর নরম হাতের স্পর্শ, তোর প্রথম স্কুল যাওয়া-
তোর রাত জেগে পড়া, তোর মাঝরাতের কফি-
তোর বাবা হীন বেড়ে ওঠা-
সেই তুই যেদিন বললি,'আমায় কি দিলে '?
সেদিন আমার আওয়াজ হলো শূন্য-
নাড়ির টানেও হিসাব হয় কি দেয়া নেওয়ার?


আমি মিথ্যে-
হ্যাঁ, আমার ভাবনা ছিল মিথ্যে।


ভেবেছিলাম, মৃত্যু হবে ভয়ানক-


আমার শেষ ক্ষণ কড়া নাড়ছে শিয়রে-
পাশে সেবারত স্নিগ্ধ মুখের ভিড়.
এদের আমি শিক্ষিকা-এটুকুই পরিচয় ।
জীবনের অর্ধেক এরাই আমার সঙ্গী,
আমার সন্তান, আমার শক্তি, আমার সন্মান।
তোরা হাসি মুখে দে আমারে বিদায়,
কি অপার আলোকিত এ পথ,
কি অপরূপ সুন্দর এ মৃত্যু-
শতত  ভয়ঙ্কর কি শেষের সেদিন?


আমি মিথ্যে-
হ্যাঁ, আমার ভাবনা ছিল মিথ্যে ।


@aparajita