তোমার নয়ন তারার পানে
আমি যখন চাই,
ভুবন ভোলা শান্তি সুধা
আপন মনে পাই ।


তোমা সমুখ সকল কাজে
প্রেম বীণা হৃদয় মাঝে,
চরণ তলে নূপুর সাজে
রুনু ঝুনু তালে,
দিনলিপি সারা হয়
শান্তি নীড় তলে।


তোমা ছেড়ে যেথা যাই,
অহর্নিশ সাড়া পাই,
নভ নীড় নীর নলে
অঞ্জন ধরা তলে,
তুমি বিনা আমি হীন,
সমুদ্র শৈবালে ।


তোমা বিনা চারিদিক
শুষ্ক বিল্ব শূন্য ভিখ,
বেতাল বদ্ধ বন্ধ দ্বারে
খুঁজে ফিরি বারে বারে
তুমি বিনা আমি হীন
এ ধরিত্রী তলে ।


হে মহামায়া গিরিশাও
ভগবতে মৃত্যুঞ্জয়ঃ
রুদ্রাও শাশ্বতাও
অনন্তাও নমঃ
রাজশে,তামসে,সত্যে বিরাজ
গণনাথেও নমঃ।