রাত ঘুম নিজ্‌ঝুম
গুমসুম দেয় ঘুম,
আবছা এ শহরেতে
মায়া জাল নীল লাল।


বড়ো ছোট গাড়ি বাড়ি
উঁচু নিচু  মারামারি,
জল ছবি নরনারী,
নীল পরী কাড়াকাড়ি।


ঘুন ধরা ছোট ঘরে,
মুখ বুজে কেঁদে মরে
সেই যে মেয়েটা ছিল
ফার্স্ট হতো বারে বারে।


সোজা পথে গিয়ে তাতে
ধাক্কাম ধাক্কাতে,
শব্দের ঝালাপালা
মুছে দেবে সব জ্বালা।


সিস্টেম ঘুণধরা
বাঁকা পথে পথ চলা,
হাতের মুঠোয় থাক
এই সব ছেলেখেলা।


সততারা কেঁদে  মরে
ফ্যাল কড়ি মাখ তেল,
তেলে তেলে মাখামাখি,
রাস্তা, উড়ান রেল।


তাই তো হে বলি শোনো
কানাকানি চুপি চুপি,
হিসাব কোসো না আর,
ভণ্ডামি, বুজরুকি।


যে যেথায় আছে থাক
অঙ্কটা গোলমেলে,
কাজ নেই হিসেবের,
মিলবে না কোনো কালে।


সব ভুলে চোখ মেলে,
এক সাথে গান ধরি,
উঁচু নিচু ফেলে দিয়ে  ,
আরো কিছু পথ চলি।