তুমি অসীম শূন্য অপার
নীল বর্ষণ ঘন মুখর,
কখনো শরৎ মুগ্ধ মোহিনী
মনোরঞ্জন বাহার।


তুমি প্রখর রুদ্র ঝঞ্ঝা ক্ষুব্ধ,
গর্জন সম বাধন রুদ্ধ
তোমাতে হারায়ে হারিবে জগৎ
শিঞ্জিনী সম শুদ্ধ।


তুমি গহীন গহন গভীর,
ফুল চন্দন শোভা চর্চিত চিত
ধবল ধূসর ধরিত্রী মিত,
নিরলংকার ধীর।


তুমি পূর্ণিমা স্রোতে শান্ত,
মেঘ পল্লব বিছায়ে তিমিরে
তমাল পলাশ প্রদোষ মিশায়ে
অতলান্তিতে  মন্দ্র।


তুমি সৃষ্টি সীমায় শূন্য,
সকল শক্তি মিলিত তোমাতে
অপরিসীমের আলোক ধারাতে
মহানির্বাণ পুন্য।


তুমি রূপের ছটায় দ্রষ্টা,
রামধনু পথ সুরে সুরালোক
শঙ্খ শুভ্র ইমনের শ্লোক
প্রণমামি মম স্রষ্টা।