পার্শী স্কুলে পড়ি আমি
বুঝি না পুতুল খেলা-
পরম শক্তি আছে মনে
সৃষ্টি তাঁর ই মেলা।


আমি পড়ি মিশন স্কুলে
সকাল সকাল উঠে,
খ্রীস্ট মেরির চর্চা করি
শান্তি পাই তাতে।


হিন্দু স্কুলএ গেলাম আমি
করজোড়ে বলি,
বিপদে মোরে শক্তি দিও
সঠিক পথে চলি।


আমি যাই আল নূর এ
মৌলওয়া সাল্লিম সুরে
যুদ্ধের চেয়ে কলম দামি
মানি তা প্রাণ ভরে ।


বলতে পারো নূর ইসলাম
কেন তুমি নূর?
আমিবা কেন ঠাকুর হলাম
এক তো মোদের সুর ।


বলতো পিটার রোহান মোরে
জন্ম নিলি পাদ্রী ঘরে
নামটা মোদের ভিন্ন তরে
রক্ত একই ঝরে ।


কেনই বা এই ভাগাভাগি
তাঁর নাম ঠোকাঠুকি
কেনই বা এই ধর্ম বেশে
অধর্মটার রাগারাগি ।


পিটার কভু ঠাকুর হলে
কিসের এত ঝাঁকা ঝাঁকি?
গোঁসাই যদি নূর হতো
সত্যি কি তাঁর ধর্ম যেত?


মোল্লা হয়ে ঢাক বাজাতে
আজ ও পারি পুজোর রাতে
অসীমতায় শির নোয়াত,
সবাই পারি সবার সাথে ।


হোক না সমাজ ভিন্ন তরে
সবটুকুটা আপন করে
সৃষ্টি সুখ সঙ্গ ভরে
নতুন অভিলাষ ।


থাকবে না এই বিভেদ বাহার
মানবতার জয়জয়কার
ধর্ম হবে মিলন ভূমি
প্রেমের উল্লাস ।


@অপরাজিতা