কৃষ্ণের রাধারে প্রেম,লোকে করে জয়-
মজনু লায়লাতে মোলো,প্রেম নিশ্চয়!
কাব্বিকের সহস্র প্রেম,তত্ত্ব কথা ছাড়-
শুধু, তুমি প্রেমে পড়লে,মরো- ধরো- কাড।


সত্যের আর্যাবর্ত হলো ছার খার,
উঁচু নিচু ভেদাভেদ, যেন হাহাকার।
রাবণ সীতা রে নিলো, এ কি অন্যায়,
নারীর অনল প্রবেশ, জয় সত্যের জয়!


দ্রৌপদী র বস্ত্রহরণ, সহস্র চোখ দ্যাখে,
রাজপুরী র মর্যাদা , সবাই মনে রাখে!
অশোকের রক্তস্রোত, বুদ্ধের বাণী-
সন্যাস মুক্তির পথ, মুছে দাও গ্লানি।


সেন, পাল চোলেদের ব্যাপক বিস্তার,
কজনেই বা মনে রাখে, বিপুল সম্ভার?
লোকে বলে বিলিতিরা নিলো, দিলো না তো কিছু
তুমি বলো, ইতিহাস নাচে স্রোতের পিছু পিছু।


আজ তাই ভালো জন, ভাঙা ঘরে থাকে,
জল নেই, জমি নেই, কন্যে দায় রাখে।
দেশ দশ ভালোবেসে জীবনের দাম,
মূল্য তার দুরস্ত, মুছে যাবে নাম।


সত্যের জয় শুধু দ্যাখো চোখ ভোরে,
ইতিহাস লেখা থাকে শক্তির আখরে।
দেশ টা দশের হোক, বুজরুকি ছড়ো-
বন্ধ হোক অন্ধ চোখ, আর মার- ধরো- কাড।


@ আপারাজিতা