পিঁপড়ে গুলো করছে যে কাজ
হেইসামালো বলে-
মানুষগুলো বোঝে নাকো
মাটির আরাম হলে।


বলবে তেড়ে 'অনেক হোলো
পালা এখন থেকে-
নইলে মোরা বিষ ঢালবো ,
মরবি সে সব মেখে' ।  


নদীর জলে আরাম কত,
মাছগুলো সব খেলে,
মানুষগুলো বোঝে নাকি -
মাছের আরাম হলে ?


বলবে তেড়ে 'অনেক হলো
ধরবো এবার তোকে
এদিক ওদিক জাল ফেলবো,
মরবি তোরা শোকে '।


গাছের পাতায় রোদের ঝিলিক
পাখির কলরব,
মানুষগুলো বোঝে নাকো,
বলে- 'যত্তসব'।


বলবে ঝেঁকে, 'অনেক হলো
ফল, ফুল সব আমার,
মারবো জোরে লাঠির বাড়ি,
আসবি নাকো আবার'।  


পাহাড় বলে বেশ তো আছি,
ঝাউ বোনের ওই ফাঁকে,
মানুষগুলো বোঝে নাকো
শহর বানায়  বাঁকে ।


বলবে হেসে, 'অনেক হলো
তোর যে দিন শেষ,
শহর হবে, বাজার হবে,
দেখ মানুষের রেশ'।


সবটা কি ভাই তারাই বোঝে,
তারাই সবের রাজা?
আমরা তবে শুন্য হয়ে,
দেব তাদের সাজা ।


দেখবো তখন কে দেয় জল,
শস্য শ্যামল ভূমি-
গরম হাওয়া হলকা দিয়ে
করবে মরুভূমি ।


সেদিন ওরা বুঝবে তবে
লোভের লেলিহান,
মরবে সবাই দাবানলে,
সভ্যতা খান খান ।


বুদ্ধি তোদের বড্ড বেশি,
সহজ করে বলি,
বাঁচার যদি ইচ্ছে  থাকে
সবাই মিলে চলি ।


@অপরাজিতা