বৃষ্টি, তুই কেমন আছিস বল-


এখনো কি রামধনু রং মেখে,
     আকাশ, বাতাস ভরিয়া দিস সুখে?
মৌ বোনের ওই মৌ জমানো মুখে,
     মাতিয়ে রাখিস মিষ্টি সুবাস মেখে?
সাধ জাগে সেই সুখের ঘরে আসি,
     মন ভোরে আজ রঙের খেলায় ভাসি,
মিথ্যে বলে লুকোবিনা আজ,
     সময় দিস সরিয়ে রেখে কাজ।


আমার দেশে শীতের প্রভাব বেশি,
      উষ্ণতা নেই, বরফ কুঁচি  ভাসে-
তাপ হীন ওই সূর্যটা কে দেখে,
      মনটা কেমন বিদ্রূপে যে হাসে।
শীতের হিমেল পরশ কাঁপায় দিশা,
      কঠিন স্রোতে নিত্য আসা যাওয়া;
কৃত্রিম মন মানুষ মেপে চলে,
      অবাক করে রোজনামচা পাওয়া।
এই পরাণে ছোঁয় না কোনো আঁচ,
    ছন্দ বিহীন দিবানিশি বহে ,
কনকনে এই শুকনো হাওয়ার দেশে,
      হৃদয় বিধুর, শূন্য বরফ জলে।


শিমুল ফুলে আজও রাঙা লাল-
     সুরকি পথে বাগিচায় ওই ঢাল?
কৃষ্ণচূড়ার দলগুলো সব নুয়ে-
     আজও ডাকে ঝর্ণার জল বেয়ে?
তুই কি আজও প্রাণ খুলে গান গাস?
     আঁকিস ছবি রঙ্গীন তুলি দিয়ে?
হওয়ায় দোলাস লাল ফুলের ঐ রাশ?  
     বকুল, পলাশ, শিমুল সাজি লয়ে?
মোর স্বপনে কণ্ঠ তোর বাজে,
     প্রাণের পরশ আজও লেগে আছে,
মনের কোণে হৃদ কমলের সাজে,
     রাখিস মোরে রাঙা মাটির কাছে।


বৃষ্টি, মোর স্বসা, ভোরে থাকিস  -
     সদা মাঝে, সদা কাজে।