শামুক ঝিনুক মুক্ত কত
সাগর বালি পাড়,
রকমারি মাছের খেলা,
ঝাউ শিমুলের ঝাড়।


আকাশ ছোঁয়া বরফ রাশি
পাইন ফারের বন,
হিমেল নদীর স্বচ্ছ আবেশ,
বাজে অনুক্ষণ।


মারুত নাচে শন শনিয়ে
কালো মেঘে তড়িৎ,
রিমঝিমিয়ে বর্ষা বাজে,
খেলে শ্যামল হরিৎ।


রঙ্গীন ফুলে মৌ জমেছে
অচিন পাখির  ভিড়,
তিতলি তোতা তাতার গুলো,
শান্তি সুখের নীড়।


রাতের আকাশ তারায় ভরা
হিরে মানিক ভাসে,
চাঁদ টা মেঘে খিলখিলিয়ে
মিষ্টি করে হাসে।


এমন সময় সবটা কেমন
কালো ধুলোয় ভরা ,
গরম হাওয়া রক্ত চোখে
দেখছে, দ্যাখো কারা।


চলনা মোরা এক জোটেতে
মনের জোরে বলি,
আপন দানব বিদ্ধ করে,
সবুজ পথে চলি।


@অপরাজিতা