ভরসা রাখো।
যেদিন সূর্য উঠবে পশ্চিমে
দেখে নিও,
নিও মিলিয়ে
সেদিন পশ্চিম হবে পূর্ব
আর পূর্ব যাবে পশ্চিমে।
দিন ফুরালে
সূর্যাস্তের সাক্ষী হতে
সবাই তাকাব অতীতের পূর্বে।
আর রাতের শেষে
অধীর অপেক্ষায়
তাকিয়ে থাকবো বর্তমানের পশ্চিমে।
কখন ফুটবে আলো।
মুখ ঘোরাবে সূর্যমুখীও।
চলোনা সবাই চেষ্টা করি বদলাবার।
পূব পশ্চিম উত্তর দক্ষিণ
দশদিক আজ ক্লান্ত,
জং ধরেছে দিকে দিকে।
কালের নিয়মে ক্লান্ত দশাবতার।
হোক অদল হোক বদল
রাজার আর প্রজার।
উঠুক সূর্য পশ্চিমে এবার।