বেশ কিছু শব্দ
রোজ কাঁদে, খাতার প্রান্ত হতে পড়ে,
অনেক অনেক দূরে।
চায় অন্তর্ভুক্তি ।
আমি চাই  না।
চায়না হয়তো কবিতাও।
জমুক কান্না আরও।
কাঁদুক  ওরা আরও।
অপেক্ষায় আমি।
আমার কবিতা,আমার কবিতার খাতা।
অপেক্ষায়  এক বিস্ফোরণের।
অপেক্ষা সেদিনের, যেদিন
এ জমাটবাঁধা উপেক্ষা
জ্বালিয়ে পুড়িয়ে  দেবে আমার কবিতা,
আমার কবিতার খাতা
একটি একটি করে  প্রত্যেকটি পাতা।
অপেক্ষায় আমি।
..........................


ভাবনাগুলো  বড্ডো পর পর এলো। লিখে ফেললাম 👇👇। কোনো কিছুর পরোয়া না করে। ঠিক ভুল । হাঃ। যদি জানতাম!!!!


..........................


শিল্প চায় বিলাসিতা
তা সে হোক কবিতা
বা নৃত্যকলা বা  কোনো সঙ্গীতমুখর সন্ধ্যা।
বিলাস চায় দিনশেষে
বা শুরুতে।
কোনো কবিতা লেখেনি কেউ
কোনো গান গায়নি কেউ।
কাঁদতে কাঁদতে।
চাঁদিফাটা রোদে হাল চষতে  চষতে।
লিখেছে , গেয়েছে সবাই সব্বাই।
মাঠ  হতে ফিরে এসে।
কোনো আপনকে জ্বলন্ত চিতায়  পুড়িয়ে এসে।
বা কবরে আরও কিছুর অপেক্ষায়।
ফিরে এসে
আপনার ঘরে
নিশ্চিত এক কোণ
নিজের অস্তিত্বের খোঁজে।
কবিতা লেখে কবি
গান গায় গায়ক
নর্তনে মত্ত হয় নর্তকী ।
আর
শিল্প চায় বিলাসিতা  ।