এখন আর যাই না,
যাই না আলোতে আর
আয়নার সামনে।
যাই রাতের অন্ধকারে।
যখন
অন্ধ অনুকরণে ক্লান্ত আয়না
হয়ে ওঠে স্বতন্ত্র,
ফিরে পায় স্বাধীনতা ।
তখন,
কথা বলি  দুজনে।
সান্তনা দিই একে অপরকে।
ক্লান্ত দুজনেই
সামনেওয়ালার
মর্জিমাফিক ছবি এঁকে।
তবেই তো আয়নার কদর বাড়ে,
জোটে আমার রূজিরুটি।
হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে
না তে  না মিলিয়ে।