ভয়টা আমারই।
ভয় সেইদিনটাকে।
ভাগফলের দীর্ঘ ভাগ বাটোয়ারা শেষে
যেদিন আমি হব ভাগফল।
সেদিন পারবো তো আমি?
পারবো তো আমি
অধিকারের বোধটা দিয়ে
নিজেকে টুকরো করতে,
টুকরো টুকরো করতে?
আবার এক  অনন্ত খেলায় মেতে উঠতে?
যদিও বা পারি,
পারবো তো টুকরোগুলোকে
কাঁটাতার দিয়ে ঘিরতে?
পড়বে না তো কাঁটাতারে টান?
কম পড়ুক
আজই ,এখনই কাঁটাতারের যোগান।