জানো তোমরা ??
আজ সকালে একটা ফুল এসেছিলো
আমার কাছে।
ছিঁড়ে নিয়ে গেলো আমার একটা হাত।
বলে গেলো।
“ঈশ্বরকে দেব পূজায় লাগবে। “
যন্ত্রণায় অস্থির আমি সারাদিন।
রাত নেমেছে এখন।
অপেক্ষায় কাল সকালের
জানি আসবে বলির পাঁঠাটাও
কাল সক্কাল সক্কাল।
পূজো তো সেও করে রোজ।
রোজ ঠিক তোমার মত ।
আমার মত।
ঠিক আজকের ফুলটার মত।
যন্ত্রণা তাই ,চাই ভুলতে আমি।  
মনকে বোঝাই
খুশি  হবেন অন্তর্যামী  
আমার বলিদানে।
উপরন্তু  যদি খুশী হয় একটি ফুল,
একটি বলির পাঁঠা।
হোক না ।
কিইবা আসে কিইবা যায়।
আমার যন্ত্রণায়।
যন্ত্রণা তাই ,চাই ভুলতে আমি।  
মনকে বোঝাই
খুশি  হবেন অন্তর্যামী।