আগুনে পুড়ছে  বেশ  কিছু শব্দ।
সেই কবে থেকে।
পুড়োটা পোড়েনা কোনোদিনও।
ক্লান্ত হতবাক আগুনও।
হতবাক অর্দ্ধদগ্ধের প্রতিবাদে।
পুড়ছে সেই। সেই  কবে থেকে।
লজ্জায় কবিকূল।
বুক ঠুকে বলি।  হে কবি হে গুরু ।
তুমিও । হ্যাঁ তুমিও।
লেখোনি তুমিও। লেখেননি কেউই হয়ত।
গোটা বিশ্বজুড়ে। অদৃষ্টের কপাল খুঁড়ে
এমন কিছু শব্দ।
যা পুড়বে আগুনে গোটা সময় জুড়ে।
তবু পুড়বেনা পুরোটা কোনোদিন।
তবু রয়ে যাবে
শুধু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে অনুরণন ।
বল বীর। বল বীর। বল বীর।