বন্ধু মানে স্পষ্ট কথা জানিয়ে দেওয়া,
বন্ধু মানে মিথ্যে কথা ঝালিয়ে নেওয়া।
বন্ধু মানে একটি থালায় অগুনতি হাত,
বন্ধু মানে চোখ সরালে জুটবেনা ভাত।
বন্ধু মানে ঘাড় ঘোরানোর নেই অবকাশ
বন্ধু মানে আপত্কালেও দন্তবিকাশ ।
বন্ধু মানে হাড়জালানো হাড়বজ্জাত,
বন্ধু মানে কেস খাওয়ানো লম্বা দুহাত।
তবু
বন্ধু মানে একটু রঙে অনেক ছবি।
বন্ধু মানে পাওয়ার আগে চাওয়ার দাবী।
বন্ধু মানে চাওয়ার আগে পাইয়ে দেওয়া।
বন্ধু মানে যন্ত্রণাকে সইয়ে নেওয়া।
বন্ধু মানে ঘটি বাটি কাঁথা লেপ কম্বল,
বন্ধু মানে এই জীবনের শেষ সম্বল।


এই কবিতাটির অনুপ্রেরণা পেয়েছি এই আসরের শ্রদ্ধেয় কবি শহীদ উদ্দীন আহমেদের “বন্ধু” কবিতাটি পড়ে। অশেষ কৃতজ্ঞ রইলাম কবি,ভুল ত্রুটি  ক্ষমা করবেন।