অতি চেতনায় চৈতন্য
হয়ে গেছে চিৎপাত।
সিদ্ধি মোক্ষ মুক্তির ফাঁদ
চিরকাল উৎপাত ।
নীতি দুর্নীতি সৎ অসৎএর
বিচার বড় দায়।
উলুখাগড়া চৈতন্য
প্রতিবার বলি যায়।
ফুল ঝড়ে যায়, গাছ মেনে নেয়
তবু কেন মন কাঁদে।
অকর্মণ্য চৈতন্য
“মাসীর দরদ ফাঁদে”।