যেদিন আমার থেকে
আমার আমি নেবে ছুটি।
সেদিন আমার আমি বাদে
আমার সব কিছু
ফিরে পাবে তাদের স্বাধীনতা,
মুক্তি পাবে দায়বদ্ধতা থেকে।
ইতিহাস লিখে ঝেড়ে ফেলবে তাদের দায়।
আমি হব পাঠক সেদিন
আমার অতীতের ,
আমার ইতিহাসের।
তারিয়ে তারিয়ে উপভোগ করব
আমারই না পাওয়াগুলোকে।
ভাগশেেষ সেজে রইব অপেক্ষায়
না পাওয়াগুলোর বেশে।
অন্য কারো পাওনা হব ভেবে,
অন্য কারো আকাশে সূর্য হব ভেবে।
যেদিন হবে ভোর,
সেদিন আমার শেষ সম্বল
আমার আমিও নেবে ছুটি,
মিলিয়ে  দিয়ে আমায়।