অসুস্থ হয়ে ভর্তি আছি হাসপাতালে।
এই একটু আগে ,
পাশের বেডের ভদ্রলোক মারা গেলেন।
কিন্তু
এই তো
পাশের টুলটাতে তিনি দিব্যি বসে আছেন।
খানিক বিমর্ষ  ।
জয় জয় গুরুদেব।
বলেন “আত্মা অমর
পাবি তুই প্রমাণ
আমার অতীন্দ্রিয় ক্ষমতাবলে” ।
দক্ষিণা ডবল গুরুদেব।


খানিক ভয়।
খানিক গুরুদেবের জয়।
জিজ্ঞাসা করলাম।
কেমন বোধ করছেন?
উঠলেন তিনি খেঁকিয়ে
বললেন হাঁকিয়ে
“অপেক্ষা শুধু মরার!
হতচ্ছাড়াগুলো নিয়েছে গেঁড়িয়ে
দুইটি মাদুলি সোনার।
আর আপনি,
দেখছেন কি?
দেখছেন কি তাকিয়ে?
কথা না বাড়িয়ে,
চেক করুন কি কি
খোয়া গেছে আপনার।
চেক করুন
ডেডবডিটা আপনার" ।