এই পাগল ।
করছিসটা কি? ওটা ছাই।
আর জ্বালাস না আর পোড়াস না ভাই।
ওটা আর জ্বলেনা
আর  পোড়েনা।
বরং ওড়া । প্রাণ ভরে ওড়া।
যত ছাই এ বিশ্বজোড়া।
কহে বিজ্ঞজনেরা অতি বিজ্ঞের মতন।
কহে “ পাইলেও পাইতে পারো অমূল্য রতন”।


এই পাগল ।
করছিসটা কি? ওটা ছাই।
আর জ্বালাস না আর পোড়াস না ভাই।


আমি পড়ি সবার কবিতা। মন্তব্য করা হয়ে ওঠেনা। তাই আশাও করিনা প্রত্যাশাও নেই কোনো মন্তব্যের। তবু বলি। প্রয়োজন নেই অনর্থক ছকবাঁধা শুধু নিমন্ত্রণপত্র ,মন্তব্যের নামে। আমার রচনায় মন্তব্যের ঘর শূণ্যই থাক। তবু কেন মন্তব্যের ঘর ব্লক করিনা?আশায় । যদি কেউ আমার সব অপরাধ ক্ষমা করে। রচনাটি পড়ে মন্তব্য করে। করেন বটে দু এক জনা। আমার সব অপরাধ ক্ষমা করে।


কি অদ্ভুত দাবী। তাই না!!!!!তাই বলি আমার রচনায় মন্তব্যের ঘর শূন্যই থাক। এবং একই সাথে ব্লক না করাই থাক। যদি কেউ কখনও । আমার সব ..............