কেমনে ভুলিবো তারে?
শয়নে স্বপনে জাগরণে  
স্মরণে বিস্মরণে প্রতিভাত প্রতিক্ষণ।
চিন্তনে মোর অনুক্ষণ ।
বিন্দু হতে সিন্ধু  ,
কৃপাসিন্ধু ব্রাত্য আজি।
তাঁর নহে,
তার নামে মালা সাজি।
আবার মিলিবো জানি।
সেতু শেষ খেয়া খানি।
দিব মোর মালা খানি
পড়ায়ে আবার কণ্ঠে তার।
পাতিব আবার মায়ার সংসার।
বিধি যদি সাধে বাম আবার?
কুছ পরোয়া নেই
একই ঘটনা ঘটে যাবে বারবার।
কৃপাসিন্ধু ব্রাত্য প্রতিবার।
গুরুচন্ডালী জেনেশুনে প্রতিবার।