জীবন ভাবায় মাঝে মাঝে,
শত শত কাজ
লক্ষ্যাধিক অকাজের মাঝে।
একটু কি  থামা যায়?
দুদন্ড‘ বা  নেহাতই এক।
থামা কি যায়?
যায় না বোধহয়।
থামলে হয়ত অকালে ফুল আর ঝড়বে না।
নিয়তি হয়ত আর কোনো কোল কাড়বে না।
তাই তো আমি  আর সেই তুমি।
অগুনতি আমি আর অগুনতি  তুমি।
শুধুই বয়ে যাই।
শত শত কাজ
লক্ষ্যাধিক অকাজের মাঝে।
জীবন ভাবায় মাঝে মাঝে।