মন বলছে হারিয়ে যাচ্ছি,
যেতে দাও আমায়।
অপেক্ষায় আছে
একটি খোলা প্রান্তর ,
পাচ্ছি শুনতে তার আহ্বান ,
সীমা সীমানাহীন অতলান্তের ডাক।
আমাকে ভেসে যেতে দাও।
কর্ম আর ডাকে না আমায়,
না ধর্ম মন ভোলায়।
বৈরাগ্য ? নাঃ।
সেও তো এপাড়ের সাহারায়।
আমার আমি থাকুক না হয়
তোমাদর কাছে,
মন আজ ছুটি চায়।
যেতে দাও আমায়।
যে বলেছিলো
“যেতে পারি কিন্তু কেন যাবো? ”
সেও চলে গেছে। হায়!
যেতে দাও আমাকেও,
যেতে দাও আমায়।