পূর্ণিমার চাঁদ আজও
রয়ে গেল ঝলসানো রুটি হয়ে।
তবু তুমি কবি,
আজও খোঁজো জোৎস্না,
একটু নিভৃত ,একটু কাব্যি আজও।
কত হাত আজও ছুঁতে চায় চাঁদ।
চায় তারাও ।
তবে খোঁজেনা জোৎস্না ,চায় না কাব্যি আজও।
চায় একটি ঝলসানো রুটি।
কাব্যি হয়ে আজও যে আছে তোমার আকাশে,
সে পূর্ণশশী,
যুগ যুগান্ত ধরে আজও,
কত মানুষের ঝলসানো রুটি।
তবু তুমি কবি,
আজও খোঁজো জোৎস্না,
একটু নিভৃত ,একটু কাব্যি আজও।
ধিক্ কবি তোমাকে,কবিতা তোমাকেও।
সময় হয়েছে এবার নাও ছুটি।