উপড়ে ফেলে দেব একদিন,
জগতজোড়া যত আছে কাঁটাতার ,
আমার জন্মভূমির দাবীতে।
আমি জন্মাইনি কোনো এক ম্যাপে,
কোনো এক কাঁটাতারের পরিমাপে।
মেপেছ তুমি,কেটেছ তুমি।
গোটা সৃষ্টি আমার মাতৃভূমি ।
কে তুমি?
বাঁধো আমায় তোমার অহংকারে?
এ সৃষ্টির প্রতিটি কণা আমার।
যেমনটি ঠিক তোমার ।


প্রতি মুহূর্ত স্বপ্ন  আমার।
জগতজোড়া যৌথ খামার ।



জানি  অসম্ভব ।  আপাততঃ। অন্তত যতক্ষণ  প্রাণ নামক বস্তুটির অধিষ্ঠান আছে এ সৃষ্টিতে। যতক্ষণ  প্রাণ itself is designed to kill ...for its own survival । তবু ভরসা যোগায় মহাপুরুষদের  বাণী। ক্রমাগত প্রাণের উন্নতিই  হয়ত একদিন এ সৃষ্টির design বদলে দেবে। আশাবাদী আমি সেদিনের অপেক্ষায়।