তোমরা  খোঁজো ব্যাকরণ ।
ছন্দ অন্তমিল।
অমৃতাক্ষ   মধুকবি।
বা হয়ত হাতেগোনা এক কবিগুরু।
বা হয়ত এক বিদ্রোহী। ।
আমি খুঁজি না
কারণ কবিতা আমার লক্ষ্য নয়
বা আমার সত্তা ।
নিদেনপক্ষে  আমি এক যক্ষ্য নয় মাত্র।
মুক্ত আমি সকল সত্তা হতে
কবিতার নামে যক্ষ্মা হতে।
খোঁজো
খুঁজে  যাও তোমরা ।
খোঁজো
তোমরা  খোঁজো ব্যাকরণ ।
ছন্দ অন্তমিল।
অমৃতাক্ষ   মধুকবি।
বা হয়ত হাতেগোনা এক কবিগুরু।
বা হয়ত এক বিদ্রোহী। ।