ক্লান্ত আমি পৃথক হতে হতে।
ব্যতিক্রমতা কুড়ে খেয়ে চলেছে
আমার প্রতিটি অঙ্গ, আমার প্রত্যঙ্গ ,
আমার বিবেক, আমার বুদ্ধি।
আমার অহংকার আমাকে সান্ত্বনা দেয়,
নিভন্ত আঁচে হাওয়া দেয় প্রতিবার।
জ্বলে উঠি প্রতিবার নতুন অঙ্গীকারে।
জোটাই কাঠ
না হলে খড়ও ।
তবুও পৃথক হতেই হবে
না হলে
সত্যিই হয়ত
আমার অহংকার হেরে যাবে।
তবুও যেন কোথাও
ক্লান্ত আমি পৃথক হতে হতে।