তখন সবে সবে
সম্পন্ন হয়েছে শুভ পরিণয়।
(অল্প কিছুদিনের পরিচয়,
তারপর যা হয়
এ্যারেন্জভ্ ম্যারেজে,
শুভ পরিণয় )।
ইম্প্রেশন জমাতে
শুরু করেছিলাম
বেশ কিছু অভিনয়।
বেশ কবি কবি ভাব
অনেকখানি দার্শনিকতার ছোঁয়ায়।
যদি কবি,দার্শনিক পুরুষ
তাঁর আরও পছন্দ  হয়।
চলছিলো বেশ ভালোই,
লাগছিলো ভালো তাঁরও বোধহয়।
কিন্তু ঘটে গেল এক বিপর্যয় ,
চোখ পড়ে গেল এক বইয়ের পাতায়,
গ্রীক দার্শনিক  সক্রেটিসের লেখায়।
”যদি স্ত্রী ভালো হয়
স্বামী সুখী হয়
অন্যথায় দার্শনিক হয় ”।
ধরলো ভয়
যদি তাঁর চোখ পড়ে ঐ পাতায়।
সেদিন থেকে তাই হয়ে গেলাম সুখী,
পড়লো ছেদ দার্শনিকতায়।
কিন্তু
পুরোটাই যে অভিনয়
তাই কি আর বলা যায়
রইতে হলো কবি।
হায় হায়রে হায়।


“By all means marry.If you get a good wife you will become  happy .If you get a bad one,you will become a philosopher”   .........Socrates