আচ্ছা এও তো হতে পারে।
ভুলের মাঝে ঠিক,
ঠিকের মাঝে ভুল।
মাত্র তো দুটি দিক!
ধিক শতধিক।
তবু
অসংখ্য সম্ভাবনায় ক্লান্ত বিবেক।
কোনদিকে যায়
কার  কৃপা পায়।
বোধ আর বিবেক চির যুদ্ধরত ,
যেন উপায় কত কোটি কত শত।
হয়ত বোধ খোঁজে যুক্তি,
বিবেক খোঁজে মুক্তি।
তবে
আমার আমি  নির্বিকার  ।
সাংখ্য চার্বাক দ্বৈত অদ্বৈত একাকার।
না মুক্তি চায়
না দেয়।
এ সৃষ্টির, না এ সৃষ্টিকে।
কল্পের পর কল্প,
ধ্বংস  নামক কৃষ্টিকে।