আমি মানিনা তাঁকে
যার আছে ক্ষমা করার ক্ষমতা আমাকেও।
আমার ঔদ্ধত্যকে নির্বিকার চিত্তে
যিনি  করতে পারেন অবজ্ঞা ।
আমি মানিনা তাকে।
মানিনা সেই সহনশক্তিকে
যে আমার ক্রমাগত অবজ্ঞাকে
চৈতন্যের বার্তা শোনায়।
আমি মানিনা তাঁকে।
মানতাম,
মেনে নিতাম ,যদি তিনি তাঁর
অস্তিত্বকে অস্বীকার করে
একটিবারের জন্য এসে দাঁড়াতেন
সর্বহারাদের পাশে,
জন্মান্তরের ধ্বজা না তুলে।
মেনে নিতাম তাকে ঈশ্বর বলে।
আমার ঈশ্বর বলে।